ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। রোববার ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন এলাকায় বিভিন্ন ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. ফকরুল ইসলাম, বিভাগের প্রফেসর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. জুলফিকার হোসেন, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলী উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. ফকরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা যদি গাছকে ভালোবাসি, তাহলে পরিবেশ ভালো থাকবে। আর পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এসময় তিনি এই কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে টেকসই উন্নয়নের জন্য পরবর্তীতে বিভাগের পক্ষ থেকে এরকম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।