মায়ার শেকল
পাহারা দিয়ে কী আর মানুষ আটকান যায়,
মানুষ আটকাই মায়ার শেকলে, ভালোবাসার মায়ায়।
নিয়তির খাঁচায় বন্দি সবাই, তবে
মনের মায়ায় বাঁধা পড়ে একসাথে।
পাহারাদার এসে দাঁড়ায় নীরব রাতের আঁধারে,
তবু হৃদয়ের ডোর ছিন্ন করে চলে না কেউ অনায়াসে।
চোখের কোণে জমে থাকা অশ্রু বিন্দু,
বলে যায় গল্প, কত না বলা কথা, মনের অন্তর্গত বন্ধু।
পাহারা দিয়ে কি বন্ধ করা যায়, মনের সেই তৃষ্ণা,
যে তৃষ্ণা শুধু ভালোবাসার জলে মেটে, আশার অন্বেষণে।
প্রকৃতির নিয়মে বাঁধা প্রাণ,
তবু মনের টানে ফিরতে চায়, একে অন্যের কাছে টান।
অন্তরের শেকলে যে বাঁধন,
তা কি আর পাহারায় ছিন্ন করা যায়?
বেঁধে থাকে মানুষকে, মনের তলে,
পাহারাদার এসে দেখে, নীরব রাতের আঁধারে।
মায়া তো অদৃশ্য এক শেকল,
যা বেধে রাখে, দৃশ্যের অগোচরে।
তুমি আমি সবাই জানি,
পাহারা দিয়ে মনকে আটকানো যায় না কভু।
যে প্রেমের বাঁধন, হৃদয়ের গভীরে,
তা পাহারায় ভাঙে না কখনো।
মনের মায়া দিয়ে বাঁধা, ভালোবাসার শেকল,
তাই পাহারায় নয়, মায়ায় মানুষ আটকাই।
ভালোবাসার পাহারা
প্রতিদিনের পথ চলা, শত বাধার মাঝেও,
মনের মায়া ছুঁয়ে থাকে, প্রতিটি ক্ষণে।
কাঁটাতারের বেড়ায় কি আটকানো যায়,
মনের সেই টান, ভালোবাসার পাহারায়।
পাহারা দিয়ে কি রোধ করা যায়,
ভালোবাসার সেই স্রোতধারা?
মনের গহীনে জমে থাকা ভালোবাসা,
পাহারায় নয়, মায়ায় বেঁধে রাখে।
মানুষ মানুষের জন্যই, মায়ার বেষ্টনীতে,
পাহারাদার এসে দেখে, অবাক হয়ে,
কীভাবে আটকানো, এ ভালোবাসার বাঁধনে,
যা ছিন্ন হয় না পাহারায়, মায়ার আলিঙ্গনে।
যে মায়া দিয়ে মানুষকে আটকানো যায়,
সে মায়া পাহারার চাইতেও কঠিন।
প্রেমের বন্ধনে বেঁধে রাখে মানুষকে,
যা পাহারা দিয়েও ছিন্ন করা যায় না।
পাহারা আর মায়া
পাহারা দিয়ে কি আটকানো যায়,
মনের সেই নিরন্তর ভালবাসা?
প্রেমের বাঁধনে বেঁধে মানুষ থাকে,
মায়ার শেকলে, পাহারার বাইরের ঘেরাটোপে।
মায়ার ছোঁয়া, মনকে বেঁধে রাখে,
পাহারা দিয়ে মন আটকানো যায় না কখনো।
ভালোবাসার শেকল, পাহারার চাইতে শক্ত,
তাই মানুষ আটকাই, মায়ার তীব্র মায়াজালে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।