ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভূক্তভোগীরা ।
ঘটনাটি ঘটেছে গত ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার গন্ধামারী এলাকায় । ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গন্ধামারী এলাকায় জমি-জমার সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিত ভাবে গত মঙ্গলবার বিকেলে গন্ধামারী এলাকায় পার্থ সারথী রায় (৪০),স্ত্রী সীমা মল্লিক (২৪) ও শিশুপুত্রকে প্রতিপক্ষ একই এলাকার আসামি মৃত অনুকূল রায়’র পুত্র সুজিত রায় (৫০), গুরু পদ রায়ের পুত্র মহাদেব রায় (৪২), দয়াল রায়ের পুত্র নিউটন রায় (৩০),চিত্ত রায়ের পুত্র অনুপম রায় (৪০) ও কার্তিক রায়ের পুত্র শেখর রায় (২৮) সহ আরো ৩-৪ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে ।
এসময় আসামিরা পার্থের হাত,পা ও পিঠে এবং স্ত্রী সীমা ও শিশুপুত্রকে মারপিট করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায় । আসামিরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । বর্তমানে চিকিৎসক এ প্রতিবেদককে জানিয়েছেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক । উল্লেখ্য আসামিরা ইতিপূর্বে মারপিট করে সীমা মল্লিকের গর্ভের ৪ মাসের শিশু সন্তানকে হত্যা করে ।
এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করে শিশু হত্যা সহ নারী নির্যাতন দমন আইনে ৩৭/২২ নং মামলা দায়ের করেন । উক্ত মামলায় আসামিরা আটক ও হয় । পরবর্তীতে আসামিরা জামিনে মুক্তি পেয়ে আবারো গত মঙ্গলবার পুনরায় হামলা চালায় ।
এব্যাপারে ভূক্তভোগী পার্থ সারথী রায় এপ্রতিবেদকে বলেন, আসামিরা আমার পরিবারকে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিচ্ছে জীবনে শেষ করে দেবে ।
এব্যাপারে ভূক্তভোগী পার্থ সারথীর পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ।