ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা’র বটিয়াঘাটায় মহান শহীদ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।
গতকাল সোমবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ (দৈনিক পূর্বাঞ্চল, জাতীয় দৈনিক কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন ও ডেয়লী সান), সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায় ( দৈনিক দক্ষিনাঞ্চল), সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস ( বাংলার খবর ও জাতীয় দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার (দৈনিক খুলনা ও জাতীয় দৈনিক যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার ( দৈনিক প্রবর্তন ও জাতীয় দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ নিখিলেশ গাইন (দৈনিক দেশসংযোগ), সাংগঠনিক সম্পাদক পরাগ রায় (দৈনিক খুলনা টাইমস), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তফা বিলাল ( দৈনিক সংযোগ বাংলাদেশ), দপ্তর সম্পাদক নিতিশ বাছাড় ( দৈনিক আজকের তথ্য) , কার্যকারী সদস্য এস এম এ ভূট্টো (দৈনিক অনির্বাণ), সদস্য সুমন বিশ্বাস ( দৈনিক ফুলতলা প্রতিদিন), সদস্য বিশ্বজিৎ রায় ( দৈনিক সংযোগ প্রতিদিন), সদস্য অরূপ জোয়াদ্দার ( দৈনিক স্পন্দন), সদস্য এ্যাডভোকেট বিজন রায় চৌধুরী ( দৈনিক খুলনাঞ্চল) , সদস্য দ্বীপ পান্ডে(ইউনিক নিউজ), সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, সাংবাদিক রিপন রায় প্রমূখ ।