মোঃ সুমন মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামছুজ্জোহা ওরফে সুরুজ অসুস্থ জনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
সোমবার বিকেলে জানাযা শেষে জন্মস্থান উক্ত ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামছুজ্জোহা ওরফে সুরুজ’র দাফন সম্পন হয়।
এসময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ আল-মারুফ, থানা অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারু মোকাদ্দেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব, ডেপুটি ও দপ্তর কমন্ডর দেওয়ান আব্দুল হামিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।