মোঃ সিফাত রানা, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম( ৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুরে রহনপুর -গোমস্তাপুর সড়কের শিমুলতলায় এ দূর্ঘটনা ঘটে।
সে উপজেলার চৌডালা ইউনিয়নে দিয়াড় ইসলামপুর গ্রামের তাইজুদ্দিন টুনুর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সড়কের ওই স্থানে চাঁপাই নবাবগঞ্জ থেকে রহনপুরগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল চালক তরিকুল গুরুত্বর আহত হয়।
আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।