হায়দার আলী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুর রহমান (৩৫), দেলোয়ার হোসাইন (২৩), মোস্তাকিম (২২) ও মোঃ জহির আলম (১৬)।
২৪ জানুয়ারী (মঙ্গলবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) সিএমপি)’র কাউন্টার টেররিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ এ তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, “জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জন্ম নিবন্ধন জালিয়াতির কার্যক্রমে ব্যবহৃত সিপিইউ ৪টি, মনিটর ৩টি, প্রিন্টার ২টি, স্ক্যানার-প্রিন্টার ১টি ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতি চক্রের সদস্যদের নিকট জানা যায়, ” জালিয়াতির মাধ্যমে তারা এ পর্যন্ত ৫ হাজার জন্ম নিবন্ধন সনদ ইস্যু করেছে।”
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।