বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-  ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ছেলের দায়ের কোপে ইমান আলী ফকির(৭৫)-নামে এক বৃদ্ধ বাবাকে খুন করেছে তারই সন্তান জহিরুল ইসলাম ফকির(৪৫)।

পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে যে, ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে ছেলের দায়ের কোপে ইমান আলী ফকির(৭৫)-নামের এক বৃদ্ধ বাবাকে খুন করেছে  সন্তান জহিরুল ইসলাম ফকির(৪৫)।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে যে,বুধবার সকালে জহিরুল ইসলাম তার স্ত্রীকে নির্যাতন করছে দেখে বাবা ইমান আলী ফকির ছেলেকে বাধা দেন। এতে ছেলে জহিরুল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়েই বাবার ঘাড়ে কোপ দেন। ফলে ঘটনাস্থলেই বাবা ইমান আলী মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে  খবর দিলে ঘটনাস্থল থেকে ছেলে জহিরুলকে আটক করে মুক্তাগাছা থানা পুলিশ।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মুক্তাগাছা থানার এসআই নীল কমল বলেন-জহিরুলের মানসিক সমস্যা রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের দায়ের  কোপে বাবা ঈমান আলী মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানালেন মুক্তাগাছা থানার এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - সাহিত্য