জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে ফাড়াবাড়ি হাটা দক্ষিণ বঠিনা গ্রামে জমি চাষাবাদে বাধা ও ফসলি জমি গবাদিপশু দিয়ে নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী হেমন্ত কুমার বর্মন।
তিনি জানান,মন্দির তৈরির জন্য ২ শতক জমি এবং রাস্তা বাবদ দেড় শতক জমি দান করি এবং পরে গ্রামবাসীর ও চেয়ারম্যানের অনুরোধে আরো দেড় শতক জমি দান করি। যার দাগ নং ৭২/৮৮ যাহা চলাচলের জন্য মৌখিক ভাবেদেই। মন্দিরের চারপাশে আরো ১ একর জমি বিচ্ছেন্ন ভাবে রয়েছে।
কিন্তু স্থানীয় এলাকাবাসী, পরেশ, অশ্বনি, বিরেশ, অর্জুন, পরিচয় ও খোকেন'রা মন্দিরের রাস্তা রেজিস্ট্রি করে চাইলে ও গাছ লাগাতে চাইলে আমি অসম্মতি জানাই।
পরে তারা আমার মন্দিরের পাশের জমিতে ফসল উৎপাদন করতে বাধা দেয়। সকল বাধা উপেক্ষা করে ৫৬ শতক জমিতে ধান লাগাই, এই ফসল তারা গবাদিপশু দিয়ে নষ্ট করে দেয়। আমরা প্রতিবাদ করতে গেলে তারা হুমকি দেয় এবং আমাদেরকে ঘেরাও করে ফেলে পরে উপায় না পেয়ে ৯৯৯ নম্বর কল করলে পুলিশ এসে আমাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ও সদর উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ করি।
এখন আমি এর সঠিক বিচার সহ ফসলের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন হেমন্ত কুমার বর্মন ও তার পরিবার।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১