মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলায় প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলায় জলমা ইউনিয়নের তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুর ১২ টায় বিদ্যালয়ের নিজেরস্ব ভবনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লাকী মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বি এম আসিক বিন আজাদ সহকারী ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার বটিয়াঘাটা খুলনা তার বক্তব্যে ছাত্র ছাত্রী দের উদেশ্য করে বলেন ঢাকা শহরে আল-বদররাই মাইক্রোবাসে করে সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে।
পরাজয়ের আগমুহূর্তে তারা চূড়ান্ত আঘাত হানে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অভিপ্রায়ে। মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জেল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, আলতাফ মাহমুদ, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।
আরও আলোচনা অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা বাবু প্রফুল্ল মণ্ডল,এসএমসি এর বাবু সভাপতি সমরেশ রায়।এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ মণ্ডল, সূপর্ণা রায়,তৌহিদা মিমি,দ্যুতি অরণী বিশ্বাস ও অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।