স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের বাজুয়ার খুটাখালী আর্য্যহরি সভার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সাবেক সংসদ সদস্য প্রফুল্য কুমার শীলের অষ্টম বর্ষীয় মৃত্যু বার্ষিক আর্য্য হরিসভা অঙ্গনে আজ ২৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬.৩০ দিকে অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্হিত ছিলেন আর্য্যহরিসভার সভাপতি সরোজিত কুমার রায়,সাধারন সম্পাদক বিজন কুমার রায়,কোষাধ্যক্ষ শ্যামল কুমার রায়, যুগ্ম সাধারন সম্পাদক প্রবীর রায় বাপী,অধ্যাপক অসিত সরকার, সজল ব্রম্মচারী,অচিন্ত সাহা,দেবেন্দ্র নাথ মিস্ত্রী,অরুন দাস,প্রিতীশ সরকার,সহ আর্য্যহরিসভার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন সনাতন ধর্ম প্রচারে তার অগ্রনী ভুমিকা শ্রদ্ধ্যার সাথে স্বরন করেন।এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোক পাত করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।