শহরের বিখ্যাত শেফ রাফসান হক রান্না করলে কবজি ডুবিয়ে খেতে হয়। কেননা তাঁর রান্নার স্বাদই আলাদা। সেটি হতে পারে যেকোনো খাবার। রাফসান হকের হাতের রান্না বলে কথা। তাঁর রান্না কি কখনো খারাপ হতে পারে? পাঠক হয়তো বুঝেই গেছেন কথা হচ্ছে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ নিয়ে। গতকাল বুধবার ইউটিউবে নাটকটির এক কোটি ভিউ পূর্ণ হয়েছে। পরিচালক জানিয়েছেন ‘পুনর্জন্ম ৪’ মুক্তির সময়।
চলতি মাসের শুরুতে মুক্তি পায় ‘পুনর্জন্ম ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি। আগের দুটির মতো ‘পুনর্জন্ম ৩’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। গল্পের সঙ্গে ‘পুনর্জন্ম ৩’-এর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর লুকও সাড়া ফেলেছিল। তাঁর লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন অনেক ভক্ত।
‘পুনর্জন্ম’ ভিকি জাহেদের কোটি ভিউ হওয়া প্রথম নাটক। প্রথম কোনো নাটক কোটি ভিউ স্পর্শ করায় উচ্ছ্বসিত পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম কোনো নাটক কোটি ভিউ হওয়ায় আমি ও আমার দল খুবই খুশি।’ তিনি জানান, ভিউ মাথায় রেখে নাটক নির্মাণ করেন না। দর্শককে ভালো গল্প উপহার দিতে চান। তাঁর এ নাটক দর্শক পছন্দ করেছেন। তিনি বলেন, গল্পটা বুঝতে হলে দেখতে হবে সিরিজের প্রতিটি পর্ব।