জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- ফেল করা ৬০ শিক্ষার্থীকে পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করিয়ে দিল ময়মনসিংহ শিক্ষাবোর্ড। এদের মধ্যে ৫ জনকে জিপিএ-৫ এ আর বাকী ৩০৪ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে।
২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী কামাল হোসেন গণমাধ্যমকর্মীদের কাছে এই তথ্যটি নিশ্চিত করে বলেন যে, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১৭ হাজার ৩২৯ জন শিক্ষার্থী আবেদন করলেও ৩৬৪ জনের ফল পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গতঃ এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসির পাসের হার শতকরা ৮৯ দশমিক ২ শতাংশ। এক হাজার ৩০৩ প্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৯৩৭ জন, মানবিক বিভাগে এক হাজার ৩৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৪২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।