বর্তমানে সবাই ফোন ব্যবহার করেন। দিনের অধিকাংশ সময়ই সবাই ফোন ব্যবহারে ব্যস্ত থাকেন, আর এ কারণে অনেকে হাতে ফোন রাখেন।
তবে জানলে অবাক হবেন, আপনার ফোন হাতে রাখার কৌশলও কিন্তু জানান দেয় আপনি ব্যক্তিগতভাবে কেমন। চলুন তবে জেনে নেওয়া যাক হাতে ফোন ধরে রাখার কোন কৌশল কেমন ব্যক্তিত্বের প্রকাশ করে-
এক হাতে ফোন ধরে রাখা ও একই হাতের একটি বুড়ো আঙুল ব্যবহার করা
এই কৌশল জানান দেয় যে, আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি ওবনে দ্রুত উন্নতি করতে চান। এই কৌশল জানান দেয় যে, আপনি কোনো চ্যালেঞ্জকে ভয় পান না ও কঠোর পরিশ্রম থেকে দূরে সরে যান না।
এ ধরনের মানুষরা খুব জটিল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সহজেই। সঙ্গীর জন্য এ ধরনের মানুষেরা সব ধরনের পরিস্থিতিতেই লড়াই করতে পারেন।
দুই হাতে ফোন ধরে রাখা ও একটি বুড়ো আঙুল ব্যবহার করা
যারা এই স্টাইলে ফোন হাতে রাখেন ও ব্যবহার করেন, তারা স্বভাবে সতর্ক হন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করতে পছন্দ করেন তারা।
এ ধরনের মানুষেরা জ্ঞানী, চিন্তাশীল ও সহানুভূতিশীল প্রকৃতির হন। তবে ব্যাক্তিগত জীবনে এ ধরনের মানুষেরা সঙ্গীকে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আর তখনই অশান্তির সৃষ্টি হয়।
দুই হাতে ফোন ধরে রাখা ও উভয় আঙুল ব্যবহার করা
যারা এভাবে ফোন ব্যবহার করেন কারা বেশ উদ্যমী প্রকৃতির। তারা বুদ্ধিমান ও বুদ্ধিবৃত্তিকভাবে উদ্দীপক কথোপকথনে জড়িত থাকেন। আবার এ ধরনের মানুষের প্রেমের জীবনও থাকে রোমান্সে ভরপুর।
এক হাতে ফোন ধরে অন্য হাতের তর্জনী ব্যবহার
স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় এই কৌশল। যারা এভাবে ফোন ব্যবহার করেন তারা দুঃসাহসিক কার্যকলাপের প্রতি অনুরাগী। তারা সৃজনশীল ক্ষেত্রে ভালো করেন। এ ধরনের মানুষেরা সঙ্গীকে ছোট ছোট রোমান্সে রাখেন, ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া