বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় গঙ্গারামপুর কৃষক সংগঠন ও বেসরকারি সংস্থা লোকজের উদ্দ্যোগে গতকাল বুধবার বেলা ১১ টায় কৃষক-কৃষানীদের সমন্বয়ে মাঠ দিবস গঙ্গারামপুর ক্লাব চত্বরে অনুষ্ঠিত।
মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল’র সভাপতিত্বে ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ।
বিশেষ অতিথি ছিলেন খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্লা, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, উপ-সহকারী কৃষি অফিসার সেলিনা ইয়াসমিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উত্তরনের উপজেলা ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ সরকার, সাংবাদিক পরাগ রায়, ইউপি সদস্য সেলিনা ইয়াসমিন, লোকজ সংস্থার প্রজেক্ট অফিসার পলাশ কুমার দাস, সিনিয়র প্রোগ্ৰাম অফিসার মিলন কান্তি মন্ডল, ট্রেনিং অফিসার আকবর হোসেন, প্রোগ্ৰাম অফিসার দিপংকর কবিরাজ, বাসুদেব মল্লিক, মোঃ কামরুল শেখ, সেলিনা ইয়াসমিন পনি সহ কৃষক-কৃষাণি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।