বটিয়াঘাটা প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি”কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ ও উন্নত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বিশ্ব খাদ্য ও ইঁদুর নিধন দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা গতকাল সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা নিপা ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, উপ— সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক শাওন হাওলাদার, সুমন বিশ্বাস, পরাগ রায়।
অনুষ্ঠানে ২০ জন কৃষক / কৃষানী উপস্থিত ছিলেন।এ সময় চার জন কৃষককে পুরস্কৃত করা হয়। এরা হলেন, পরিমল রপ্তন, ধীমান রায়, গৌরাঙ্গ ও দিপক মন্ডল।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।