মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি :
ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল প্রতিপাদ্য নিয়ে বটিয়াঘাটার বার নং হাটবাড়িয়া (বড়)মৌজার ডিজিটাল ভূমি জরিপ এর মাঠ পর্যায়ের খানাপূরী কাম বুঝারত কার্যক্রম উপলক্ষ্যে গনসংসোগ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা এগারো টায় উপজেলার হাটবাটি ভূপেশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সচিব ও খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরীন, বটিয়াঘাটার সহকারি কমিশনার( ভূমি)আহম্মদ ইবনে মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস। বক্তৃতা করেন ভূমি মালিক কামাল হোসেন, নিশকর বিশ্বাস, শওকত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ নেয়ামুর রহমান, আমিনুল ইসলাম, নিউটন ঘোষ, আঃ আজম মজুমদার, সফিকুল ইসলাম, সালাউদ্দিন, ফোরকান উদ্দিন, শফিউল আলম, শান্তি বিশ্বাস চাকমা প্রমূখ।
বাক্তারা বলেন মঙ্গল বার থেকে ডিজিটাল জরিপ কাজ হাটবাটি মৌজায় শুরু হবে তাই সকল ভূমি মালিকদের স্ব স্ব প্রয়োজনীয় কাগজ পত্র সহ নিজ জমির হালনাগাদ রেকর্ড বুঝে নেওয়ার জন্য আহবান জানান।