ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর শুন্য পদে গত রবিবার এম, আবদুল্লাহ ইবনে মাসুদ যোগদান করেছেন।
তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ৩৭ তম বিসিএস ক্যাডার। এর পূর্বে তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন ।
উল্লেখ্য গত ৩১ মার্চ ২০২২ তারিখে বিগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী অন্যত্র বদলি হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার(ভূমির) দায়িত্ব পালন করে আসছিলেন । দীর্ঘদিন পর স্হায়ীভাবে সহকারী কমিশনার ভূমি পদায়ন হওয়ায় কাজের গতি বৃদ্ধি পাবে বলে মনে করছে এলাকাবাসী।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।