শুক্রবার , ১২ মে ২০২৩ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

বটিয়াঘাটা খাদ্য অধিদপ্তরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১২, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
বটিয়াঘাটা খাদ্য অধিদপ্তরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনা’র বটিয়াঘাটা উপজেলা খাদ্য অধিদফতরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১২ স্থানীয় উপজেলা খাদ্য গোডাউনে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) ।

এসময়ে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন । যা বাস্তব করছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতি মণ ধানের মূল্য ১২ শত টাকা নির্ধারণ করে দিয়েছে । যে ধান বর্তমানে বাজারে প্রতি মণ ধানের মূল্য এক হাজার টাকা বিক্রি হচ্ছে ।

এছাড়াও কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রণাদনা দিয়ে সাহায্য করে যাচ্ছে । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস’র স্বাগত বক্তব্যে ও উপজেলা গোডাউন কর্মকর্তা মোল্ল্যা আহম্মেদ জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক ।

অন্যান্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আমীরপুর ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার ও বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আসাবুবুর রহমান আসাব, সাংবাদিক শাহীন বিশ্বাস,রাইচ মিল মালিক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মিল মালিক মোঃ রহমান, ব্যবসায়ী সমীর কুমার রায়,সত্যেন্দ্র নাথ ও প্রান্তিক কৃষকরা ।

বটিয়াঘাটায় খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হবে ৫২০ মেট্রিক টন । যার প্রতি টন ধানের মূল্য সরকারি ভাবে ১২ শত টাকা এবং মিল মালিকদের কাছ চাল সংগ্রহ করা হবে ১৭ শত ১৬ মেট্রিক টন । যার প্রতি টন চালের মূল্য সরকারি ভাবে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ নুরুল আলম আসন্ন দুর্যোগ ঘূর্নিঝড় “মোকা ” মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - সাহিত্য