স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ সাব-ঠিকাদার ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ মেহেবুব আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জনাব মো: শাহজালাল হোসেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো: জহুরুল হক, যুগ্ম আহবায়ক মো: রাসেল আলী, যুগ্ম আহবায়ক মো: মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সদস্য মো: শাহ আলম, মো: মনির হোসেন, মো: মেহেদী হাসান লিমন প্রমুখ।
সভায় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন সময়ে সাব-ঠিকাদার দের অবহেলা এবং দুঃসময়ের কথা তুলে ধরেন।
আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ কঠিন হুশিয়ারী উচ্চারন করে বলেন সাব ঠিকাদার ঐক্য পরিষদ নিয়ে ষড়যন্ত্রকারীদের কখনো ছাড় দেয়া হবে না।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ আগামীতে সংগঠনকে সারাদেশব্যাপী প্রচারের জন্য বিভিন্ন কর্মকান্ড গ্রহন করে। বাংলাদেশ সাব ঠিকাদার ঐক্য পরিষদ সব সময় ঠিকাদারদের কল্যানে কাজ করবে এবং করে যাচ্ছে। সংগঠনের আগামী কর্মকান্ডকে সুদৃঢ় মজবুত করার জন্য আহ্বায়ক শাহজালাল হোসেন বেশকিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত ঘোষণা করে সভা সমাপ্ত করেন।