নওগাঁ প্রতিনিধিঃ নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলার
১৪ টি ইউনিয়নেও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ পয়েন্টে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সতিহাট বাজারে, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায়, আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকের নেতৃত্বে মান্দা সদর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় স্থানীয় নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন,গণেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সামসুল ইসলাম বাদল, বিএনপি নেতা মনোজিৎ কুমার,বাচ্চু,নাজিম উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিদুজ্জামান সালেক, আকিব জাওয়াদ চৌধুরী, মেহেদী হাসান মিঠন এবং শামীম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পদযাত্রার শ্লোগানে নেতাকর্মীরা বলেন, দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামাহীনভাবে বৃদ্ধি করে জনজীবনে নাভিশ্বাস তুলেছে। হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা নিত্যদিনের ঘটনা করে তুলেছে। ভোটের নামে চলছে নির্মম প্রহসন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে সরকার। তারা ভোটচুরি করে জোরপূর্বক ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ গ্রহনযোগ্য অংশ গ্রহণ মূলক হয়নাই হবেও না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধান বাধা আওয়ামী লীগ সরকার। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নাই বলে শ্লোগানে শ্লোগানে জানান দেন তারা ।