মোঃ সিফাত রানা গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও রহনপুর ধুলাউড়ি পাড়া নিবাসী আঃ মালেক ( ৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে ৫ টায় টায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তার জানাযার নামাজ শুক্রবার সকাল ১১ টায় রহনপুর ধুলাউরি মোওুজার চাতালে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ভারপ্রাপ্ত ও চাপাই নবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক মেয়র তারিখ আহমদ, জেলা পরিষদ সাবেক সদস্য কবির আহমেদ খান সহ গন্যমান্য বাক্তিবর্গ।
মৃত্য কালে স্ত্রী এক ছেলে দুই মেয়ে সহ আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে রহনপুর ধুলাউরি করবস্থানে দাফন করা হয়।