সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাছুদ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, গাইবান্ধা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু আল ইমরান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।