আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঞ্চানন্দ আরইউ দাখিল মাদ্রাসা সন্নিকটে পাঁচারকারীদের আটকিয়ে গাঁজা ছিনতাই করেছে স্থানীয় একটি চক্র।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে দেড় বস্তা গাঁজা নিয়ে উক্ত জেলার উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা-জিগাবাড়ি তিস্তা নদীর খেঁয়াঘাট দিয়ে নদী পাড় হয়ে বেলকা ইউনিয়নের রামডাকুয়া মৌজায় অবস্থিত পঞ্চানন্দ আরইউ দাখিল মাদ্রাসার সন্নিকটে একতা বাজার-সুন্দরগঞ্জগামী সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা সকলেই স্থানীয় হলেও পাঁচারকারী অজ্ঞাত ২ ব্যক্তি রংপুর জেলার বাসীন্দা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা আরও জানান, এ এলাকায় এরকম ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে। কুড়িগ্রাম থেকে গাঁজা ব্যবসায়ীরা এ পথ দিয়ে গাঁজা পাঁচার করে আনার সংবাদ জানতে পারেন স্থানীয় এ মহলটি ঐ খেঁয়াঘাট থেকে।
এরপর রাস্তায় ওৎ পেতে থাকেন ছিনতাইকারী চক্র। সর্বশেষ ২৭ অক্টোবর সকালে খেঁয়েঘাট পাড় হয়ে আসার সময় ছিনতাইকারী চক্রটি খেঁয়াঘাট থেকে সংবাদ পেয়ে মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওৎ পেতে থাকেন। এরপর জনৈক মিঠু মিয়ার বাড়িতে গাঁজা পাঁচারকারীদেরকে আটকে রেখে ডাংমার করে তাদের কাছে থাকা নগদ টাকা ও দেড় বস্তা গাঁজা ছিনতাই করে নেন এ চক্রটি। ছিনতাইকারী চক্রের মধ্যে রয়েছেন- একতা বাজার সংলগ্ন বাসিন্দা শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদা, খয়বার হোসেন, মুকুল মিয়াসহ আরও সংঘবদ্ধরা। বেলকা ইউপি সদস্য ও উক্ত খেঁয়াঘাট ইজারাদার জবেদ আলী জানান, ঐ দিন এ ঘাটে অজ্ঞাত ২ ব্যক্তি বস্তাবন্দী গাঁজা নিয়ে মোটর সাইকেলেযোগে পাড় হয়ে একতা বাজার দিয়ে সুন্দরগঞ্জগামী রাস্তায় ওঠে পঞ্চানন্দ মাদ্রাসার নিকটবর্তী জনৈক মিঠু মিয়ার বাড়িতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পরে মোবাইলফোনে থানা পুলিশকে অবগত করি। এরপর থানার এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন। থানার এসআই আরিফুজ্জামান জানান, ঘটনা ঘটেছে সকালে। আর আমরা জানতে পেয়েছি রাত ১০টার দিকে। তখন ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এমনকি গাঁজাগুলো য়াদের আওতায় রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, কুড়িগ্রামের উলিপুর ও সুন্দরগঞ্জের বজরা-জিগাবাড়ি খেঁয়াঘাট দিয়ে পাঁচার করে আনা গাঁজাগুলো এখনো জব্দ করা সম্ভব হয়নি। এমনকি কেউ জমাও দেয়নি। পাঁচারকারীরা চলে গেলেও ছিনতাইকারীদেরকে পাওয়া যায়নি। উক্ত গাঁজাগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।