মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৩ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে শাক-সবজি, ভূট্টা, গম, সরিষা, সূর্যমূখী, বাদাম, পেয়াঁজ, মুগ, মসুর ও সয়াবিনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
এর আগে, এ উপলক্ষ্যে কৃষি অফিসের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শাক-সবজি ১ হাজার ৫০০, গম ১ হাজার ৪৫০, ভূট্টা ৮৩০, সরিষা ৩ হাজার ৩০০, বাদাম ৭৫, সূর্যমূখী ১৬০, পেয়াজ ৪০, মসুর ৫০, মুগ ৫০ ও সয়াবিন ২০ জনকেসহ মোট ৭ হাজার ৪৭৫ জন কৃষকেকে প্রণোদনা দেয়া হবে। প্রতিজনকে এক বিঘা করে জমি চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হবে।