রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. জোকস
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

সুন্দরগঞ্জে মাধ্যমিকের বই চুরির মুলহোতাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও ঝাড়– মিছিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মাধ্যমিকের বই চুরির মুলহোতাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও ঝাড়– মিছিল

মিজানুর রহমান,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
মাধ্যমিক পর্যায়ের সাড়ে এগারো হাজার বই পাচারের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে সচেতন নাগরিক।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরগঞ্জ পৌর শহরে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঝাড়– মিছিলে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহŸায়ক প্রভাষক মাসুদুর রহমান প্রামানিক, যুগ্ম-আহŸায়ক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম আহŸায়ক ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীরেন সরকার মিন্টু, ছাত্রলীগ নেতা রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ। বক্তারা বলেন, বইয়ের গোডাউন থেকে সাড়ে ১১ হাজার বই চুরি করে মোটা অঙ্কের টাকার লোভে পাঁচার করেছে বই সংরক্ষণের দায়িত্বে নিয়োজিতরা।

এটি সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এটি ঘটানো হয়েছে। এতোগুলা বই চুরি করা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদের একার পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি এ ঘটনার সাথে দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল জড়িত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল প্রায় ১০ বছর ধরে সুন্দরগঞ্জে চাকুরী করছেন। তিনি বই চুরির দায় এড়াতে পারেন না। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে বই চুরির প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মামলায় অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস