মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ১ম মৃত্যু বার্ষিকীসহ শহীদ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সুন্দরগঞ্জ ট্রাস্ট ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র ও যুব ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।
উপজেলা ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম আলী সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. আতাউর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু সোলাইমান সরকার সাজা, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. একরামুল হক।
উপজেলা যুব ফোরামের সেক্রেটারি সামিউল ইসলাম নয়নের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওলামা মাশায়েখের সভাপতি মাওলানা শাহজাহান আলী, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মিজানুর রহমান, সুন্দরগঞ্জ পশ্চিম আদর্শ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ, পৌর সাংগঠনিক থানা শিবিরের সভাপতি আবু রায়হান, উপজেলা যুব ফোরামের সহ-সভাপতি মোশাররফ হোসেন, বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলম সরকার, পৌর যুব ফোরামের সহ-সভাপতি বুলবুল আহমেদ, দহবন্দ ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, ছাপড়হাটি ইউনিয়ন সভাপতি আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল হক।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ও শহীদ আব্দুল মালেকসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যুব ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম আলী সরকার।