নিজস্ব প্রতিবেদক : অভিযোগ রয়েছে আওয়ামী লীগের দোসর চট্টগ্রামের বরুণ আচার্য বিভিন্ন সময় বিভিন্ন দেশে দুবাই, থাইল্যান্ড, ইন্ডিয়া স্বর্ণ চোরাচালান নিয়ে আসেন । তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে শুধু তাই নয় ইউটিউবে নাটক পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়েদেরকে নায়িকা বানানোর নাম করে বিভিন্ন হোটেল রেস্ট হাউস রিসোর্ট এ রাত্রীযাপন সহ এসব মেয়েদের দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। টঙ্গীর রুপা নামের একটি মেয়েকে নায়িকা বানানোর কথা বলে বিভিন্ন গেস্ট হাউস রিসোর্টে রাত্রি যাপন করেন তার কিছুদিন পর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পিতৃ পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে । বিষয়টি জানাজানি হলে কিছু টাকা পয়সার বিনিময়ে ধামাচাপা দেয়ার জন্য উত্তরা আব্দুল্লাহপুর একটি অফিস নিয়েও সেখানে চালিয়েছেন শারিরিক নির্যাতন বাড়ির মালিক আশপাশের লোকজন জানতে পারলে দ্রুত বাসা ছেড়ে চলে যান এ নারী লোভী চোরাকারবারি বরুণ আচার্য । একাধিক বিয়ে সহ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করেও হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা বিভিন্ন দেশে রয়েছে তার এজেন্ট নারী পাচারকারীচক্র স্বর্ণ চোরা চালান সকল মাফইয়াদের সাথে তার রয়েছে আঁতাত। ইদানিং উত্তরায় কিছু অনুষ্ঠানে ডোনেট করে বিশেষ অতিথির আসনে বসে থাকতেও দেখা যায় তাকে তার একজন বন্ধু আমাদেরকে জানান বরুণের কোন ব্যবসা-বাণিজ্য না থাকলেও তাহার পাসপোর্ট দেখলেই বুঝতে পারবেন সে কতগুলি দেশে ভ্রমণ করেছেন যা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাতেই প্রমাণিত হয় সে একজন স্বর্ণ চোরাকারবাড়ি নারী পাচারকারী খারাপ প্রকৃতির লোক।