ইবি প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের অবরোধের দিনগুলোতে অনিবার্য কারণবশত সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্তৃপক্ষ। তবে এসব দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে৷ এছাড়া এসব দিনের পূর্বঘোষিত বিভিন্ন দফতরের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামী ৩১ থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি ও জামায়াত সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে অবরোধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী কুষ্টিয়া ও ঝিনাইদহগামী বাসের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তার দিক বিবেচনায় রেখে কুষ্টিয়ার সকল গাড়িসমূহ (শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী) সকাল সাড়ে ৮টায় এবং ঝিনাইদহের গাড়িসমূহ একই সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এসময় গাড়িগুলোকে কড়া পুলিশী নিরাপত্তা দেওয়া হবে। পরে বিকেল ৪টায় একযোগে পুলিশী নিরাপত্তায় সকল বাসগুলো আবারো কুষ্টিয়া ও ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্য দিনে দুপুর ২টায় বাস সিডিউল থাকলেও নিরাপত্তার স্বার্থে এ শিফটের বাস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১