অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ব্যর্থতা কাটিয়ে ভারত সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগ্রেসদের সামনে। তবে ঘরের মাঠের এই সিরিজও হার দিয়ে শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রথম ম্যাচে বড় হারের পর নিশ্চিতভাবেই মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া শক্তিমত্তায়ও এগিয়ে ভারত। তারপরও ঘরের মাঠ বলে কথা। ঘুরে দাঁড়ানোর মিশনে আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৪টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে আছে ভারত।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।
ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১