ইবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এ ছাত্রদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি। পরপর ২-০ সেটে যবিপ্রবিকে হারিয়ে জয়লাভ করে ইবির ছেলেরা।
ইবির পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম।
ইবির ব্যাডমিন্টন খেলোয়াড় তামজিদ হায়দার জিৎ অনুভূতি প্রকাশ করে ক্যাম্পাসলাইভকে বলেন, আমরা অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছি। আজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা একটা অন্যরকম অনুভূতি। যা আসলে ভাষায় প্রকাশ করা যাবেনা।
শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, আমাদের প্লেয়াররা খুবই ভালো খেলেছ। এজন্য তাঁদেরকে অভিনন্দন। একইসাথে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১