ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ‘জলবায়ু পরিবর্তন ও গ্রীনহাউজ গ্যাসের প্রভাবে জলবায়ু বিপর্যয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য এ আয়োজন করে। এসময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরিফা ইসলাম ভাবনা ও পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম। কর্মশালার প্রথমে গ্রীন হাউজ গ্যাস ও এর ফলে জলবায়ু বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের উপর আলোচনা করা হয়।
আরো- ইবিতে ‘এপিআই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কর্মশালা শেষে ‘পোস্টার মেকিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার সমাধান উপস্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে সেসব বিষয়ে আলোচনা রাখেন।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, পৃথিবীকে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা আমরা সকল শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে চেয়েছি। যাতে তারা এই পৃথিবীর যত্ন নিয়ে আরেকটু ভাবে। আজকের এরাই আমাদের আগামী পৃথিবীর ভবিষ্যত।