ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজ থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপি অমর একুশে বইমেলা। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগ, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের স্টল প্রস্তুত করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে এ মেলা শুরু হবে।
জানা যায়, এবারের বইমেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মেলাকে ঘিরে আজ সকাল থেকে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার প্রত্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা দুপুর থেকেই স্টল ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যে বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিব। আমরা আশা করছি এবারের মেলা সবার মাঝে সাড়া ফেলবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, ‘ইতোমধ্যে আমরা বইমেলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। সকলকে তাদের স্টল বুঝিয়ে দিয়েছি। মেলাটি শিক্ষার্থীদের মাঝে গতবারের তুলনায় বেশি সাড়া ফেলবে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১