ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের অধিভুক্ত আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনে ১৩৯ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড.নাজিমুদ্দিন, অধ্যাপক ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া মজুমদার ও অধ্যাপক ড. হামিদা খাতুন। এছাড়াও সহযোগী অধ্যাপক ড.আলতাফ হোসেন ও ড.আমজাদ হোসেনসহ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, মানুষ নিজ সন্তান ও শিক্ষার্থী এই দুই জায়গায় ছোট হয়ে আনন্দ পায়। সফলতার চাবিকাঠি ধৈর্য আর চেষ্টা। যে চেষ্টার সিঁড়ি যতটুকু পাড়ি দিবে সে ততটুকু উপরে উঠবে। তোমাদেরকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি যাতে তোমরা কাছে আসতে পারো।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১