আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধণা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ, মার্কেটিং বিভাগের লেকচারার রুহুল আমিন।
বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু ও ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম।
অনুষ্ঠানে সভাপতি প্রফেসর ড. আব্দুল মুত্তালিব নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা এমন কোন সঙ্গ গ্রহণ করবেনা যাতে তোমাদের পিতামাতার স্বপ্ন ধ্বংস হয়। বিশেষ করে মাদক সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। আর তোমরা যারা বিদায়ী আছো তোমাদের জন্য শুভকামনা রইলো।’
এর আগে, সংগঠনটির সভাপতি বাপ্পা হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১