দিনাজপুরে ইসলাহুল মুসলিমীন পরিষদের উদ্যোগে একসঙ্গে ২০ জোড়া দরিদ্র ও এতিম যুবক-যুবতীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বীরগঞ্জে দুপুরে সরকারি কলেজ মাঠে এ বিয়ে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, দুপুরে ৪০ জন বরকনেকে সাজিয়ে আনা হয়। এসময় তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া কামনা করা হয়। পরে নব দম্পতিদের উপহার হিসেবে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের আসবাবপত্র, হাড়ি পাতিলসহ প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
তারা আরও জানান, যৌতুক দেওয়া কিংবা নেওয়া যে ধর্মীয়ভাবে নিষেধ সেটিও জনগণের মাঝে ছড়িয়ে দেওয়াই এ বিয়ের লক্ষ্য। বিষয়টি প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ।
ইসলাহুল মুসলিমীন পরিষদ দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আলী আনসারী জোনান, এসব বরকনেরা এতিম ও হতদরিদ্র। তাদের পরিবারের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই বললেই চলে। এজন্য বিয়ের এ আয়োজন করা হয়। উদ্দেশ্য কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া এবং একই সঙ্গে যৌতুকের ধর্মীয় বিধি-নিষেধ মেনে যৌতুকবিহীন বিয়েতে সাধারণ মানুষের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়া।
এসময় বিবাহবন্ধনে আবদ্ধ বর কনের সামাজিক জীবনে সর্বত্র সাফল্য কামনা করে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক নেতারা ছাড়াও শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১