স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপের বাজুয়ার তালতলাঐতিহ্যবাহী মডেল সার্বজনীন মহাশ্মশানে শ্রীশ্রী শ্মশান কালী পুজা উপলক্ষে১৫ মার্চ বুধবার রাত ১০ টারদিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার বিলুপ্ত প্রায় সুস্হ বিনোদনের জন্য এক খানি সামাজিক যাত্রাপালা সুজন সখি।
যাত্রা পালার পরিচালক হিসাবে রয়েছেন অনিষ রঞ্জন জোদ্দার। নামভুমিকায় অভিনয় করছেন যাত্রা জগতের আড়ালন সৃষ্টিকারী
নায়ক ও গায়ক চঞ্চল কুমার রায় ও সুমিষ্ট নায়িকা গায়িকা দেবশ্রী তৃপ্তি রানী রায়।রোমান্টিক নায়ক চুলক রায় কুট কৌশলীতে রয়েছেন তপন কুমার মন্ডল,কৌতুক ভুমিকায় অভিনেতা হিসাবে রয়েছেন বাবু ও সুব্রত কুমার মন্ডল,সাথে রয়েছেন অনুপম জোদ্দার,।পাগলের চরিত্রে রয়েছেন বলিষ্ট অভিনেতা বিকাশ চন্দ্র মন্ডল,বলিষ্ট অভিনেতা রঞ্জন কবিরাজ,বলিষ্ট অভিনেতা পুলকেশ বর্মন,বারবার পুরস্কার প্রাপ্ত অভিনেতা সঞ্জয় কুমার বৈদ্যএবং শ্যামল কুমার বৈদ্য।
পরিচালক অনিষ রঞ্জন জোদ্দারবলেন যাত্রাটি উপভোগ করতে হাজারো যাত্রামুদী দর্শকের সমগম ঘটবে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১