স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের ভুমিহীন -গৃহহীনদের মুজিব বর্ষের প্রধানমন্ত্রীরশেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা।
মঙ্গলবার ৭ মার্চ আশ্রয়ন প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।তাদের কোন সমস্যা হচ্ছে কিনা, এবিষয় হানতে চান।আশ্রয়ণের ঘর পেয়ে বাসিন্দার আনন্দ প্রকাশ করেন। আশ্রয়ণের বাসিন্দারা জানান জীবণে অনেক কষ্ট করেছি।মাথা গোঁজার ছাই ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি।আশ্রয়নে পানি বিদুৎ এবং ড্রেনেজ ব্যবস্হা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।
এ সময় উপস্হিত ছিলেন ভুমি অফিসের নাজির কিরন বালা লাউডোব- বানিশন্তার তহশীলদার জাকির হোসেন সহ অন্যারা।
।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১