স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করে দাকোপ উপজেলা প্রশাসন।
সমগ্র দাকোপ উপজেলার মধ্যে সার্থক সেন সর্বজিৎ কবিতা প্রতিযোগীতায় ৩য় স্হান অধিকার করে,সার্থকসেন পুরস্কার গ্রহন করছে খুলনা জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের নিকট থেকে।
সার্থক সেন চিলড্রেন পার্ক প্রি -কাডেট স্কুলের পরিচালক সাগর সেনের পুত্র ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কুমার রায়ের একমাত্র কন্যা শম্পা রায় সেনের পুত্র। আমাদের প্রতিনিধি স্বপন কুমার রায় তার দাদু ভাইয়ের এই সাফল্যে আনন্দিত এবং সকলের আর্শ্বিবাদ প্রর্থনা করেছেন।
তার উজ্জ্বল ভবিসৎ এর জন্য সকলের আর্শ্বিবাদ ও প্রার্থনা করেছে তার পরিবার।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১