মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটা খুলনা প্রতিনিধ সুরখালি ইউনিয়নে চুরি সহ নানাবিধ অপকর্ম অহরহ ঘটেই চলেছে তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত্র আনুমানিক ১১ টার দিকে অচেতন অবস্থায় ০৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলো লিয়াকত সরদার (৫৫), মুসলিমা আক্তার(৪৪), সাওদা আক্তার(১২), সাদি সরদার(০৫), মর্জিনা বেগম (২৫)। অসুস্থ শিক্ষক লিয়াকত সরদারের অবস্থা আশংকাজনক। বাকিদের জ্ঞান ফিরলেও তার জ্ঞান এখনো ফেরে নি। স্থানীয়রা জানিয়েছে, রবিবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ১১ টার দিকে দুষ্কুতারীরা উপজেলার সুরখালী এলাকার মাদরাসা শিক্ষক লিয়াকত সরদার টুনু এর বাড়িতে প্রবেশ করে। এরপর রান্না ঘরের ভেতর ঢুকে রান্না করা সকল খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। পরে পরিবারের সকল সদস্যরা রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে এনং জ্ঞান হারায়। এরপর বাড়ির বাইরে থাকা তার দুই ছেলে বাড়ি আসার পর দেখতে পায় পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে।
ভুক্তভোগী পরিবারের ছোট সন্তান সৌরভ বলেন, আমি আর আমার বড় ভাই রাতে বাড়ি ফিরে দেখতে পাই, আমার পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। সবার এমন অচেতন অবস্থা দেখে আমাদের সন্দেহ জাগে রান্না করা খাবারের উপর। তখন আমরা আমাদের পোষা বেড়ালটিকে ওই খাবার খাওয়াই। পরবর্তীতে বিড়ালটি ও অজ্ঞান হয়ে যায় তখন আমরা নিশ্চিত হই যে খাবারে চেতনানাশক ও বিশাক্ত ওসুধ মেশানো হয়েছে। স্থানীয় পোস্ট মাস্টার আমিনুল ইসলাম ইসলাম বলেন, রাতেই খবর পাই যে লিয়াকত সরদার এর পরিবারের সবাই অজ্ঞান পার্টির কবলে পড়েছে তখন ই আমি তাদের বাড়ি যাই এবং তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।
সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, ঘটনা টি শুনেই আমি তাদের বাড়ি উপস্থিত হই। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এলাকায় এমন অনাকাংখিত ঘটনা মাঝে মাঝে ঘটছে। এই বিষয় নিয়ে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংগে কথা বলেছি এবং এই অজ্ঞান পার্টির মুল হোতা দের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর সুপারিশ করেছি।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহজালাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১