‘ইন্টেলিজেন্স লিডিং ব্র্যান্ড ইনোভেশন’ থিম নিয়ে চীনে অনুষ্ঠিত হলো প্রথম ওয়েনঝো ইন্টারন্যাশনাল পাম্প অ্যান্ড ভালভ এক্সপো-২০২২। এতে বাংলাদেশি ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন।
১২ থেকে ১৪ নভেম্বর, তিন দিনব্যাপী এক্সপোটি ওয়েনঝো আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনের কূটনৈতিক দূত, প্রাসঙ্গিক সরকারি প্রতিনিধি, দেশি ও বিদেশি বাণিজ্য সমিতির প্রতিনিধি এবং বিদেশি ক্রেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক্সপোটি চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন, ঝচিয়াং কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড, ওয়েনঝো মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট এর উদ্যোগে এবং ওয়েনঝো কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড, লংওয়ান ডিস্ট্রিক্ট পিপলস গভর্নমেন্ট, ইয়ংচিয়া কাউন্টি পিপলস গভর্নমেন্টের সহয়তায় অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীটিতে প্রায় ৩০ হাজার বর্গ মিটার এলাকায় ৫০০টিরও বেশি পাম্প এবং ভালভ উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেয়।
বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইরান, মিশর, ইতালি, ইথিওপিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, বেলারুশ, নামিবিয়া, আলজেরিয়া, উগান্ডা এবং অন্যান্য দেশসহ ২০টি দেশের ১৮০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এই এক্সপোতে অংশ নেন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১