রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি মৎস্য ফিসারীতে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা, বুধবার দিবাগত গভীর রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে গন্ধর্ব্বপুর গ্রামের জামরুল ইসলামের ফিসারীতে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। জানা যায়, গন্ধর্ব্বপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে জামরুল ইসলাম প্রায় ২ একর জায়গার উপর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন।
এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলেন। এতে আমার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বৃহস্পতিবার সকালে ফিসারীতে মাছ মরে ভেসে উঠতে দেখেন গ্রামের লোকজন।
ফিসারীর মালিক জামরুল ইসলাম জানান, প্রথমে আমি গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও ফিসারীর পাড়ে বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।
এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১