স্টাফ রির্পোটার: রংপুর গংগাচড়ার বেতগাড়ী ইউনিয়নের মিঞাপাড়ায় জমি সংক্রান্ত জেরের কারনে মিনহাজুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়।
হামলাকারীরা হলেন দুলাল, মসিয়ার,মাহামুদ, রিপন, আজিজুল, মোকলেছার, সারজন চৌকিদার, টন্ডু, সেরাজুল, শহিদার, শাকিল, মাহামুদা, বিজলী, একরামুল, মোকারম, ইফতি, ডালিম, চান, সুখি, আরও বিভিন্ন জায়গার ভূমি দস্যু। তারা জমি দখল করতে আসলে তাদের বাধা প্রদান করা হয়। বাধা প্রদানের একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে অনেক জন কে রক্তাক্ত করে এবং তখনি তাদের এম্বুলেন্স করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং একজনকে আই সি ও তে ভর্তি করানো হয়।
স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলে তারা এর কোন প্রতিকার না করে বিভিন্ন অজুহাত দেখায়।
আহত মিনহাজুল ইসলামের পরিবারের লোকেরা ডিবি নিউজ ৭১ কে তাদের বিচারের কথা জানান।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১