ডেস্ক রিপোর্টঃ
ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন আদালতে মামলা
ডেস্ক রিপোর্টঃ
মামলার অভিযোগ সূত্রে জানা যায় ঠাকুরগাঁওয়ে যৌতুকের টাকার দাবিতে শাহনাজ পারভীন (২৯)নামে এক গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গোলা চেপে সারুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ০৪/১০/২৩ (সোমবার)২০০০ সালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন আইন(সংশোধী/০৩)এর গ/৩০ধারায় বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও এ অভিযোগ করেছে আহত গৃহবধূ।
অভিযোগে জানা যায় গত ০৯/০২/২০১২ইং সালে শরিয়ত মতাবেক বিবাহ হয় গৃহবধু শাহনাজ পারভীনের বিয়ের পর তার অরশে তিন সন্তান এর জন্ম হয়, আসামি টাকা লোভী এবং টাকার জন্য বার বার ধরে মারেন এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে, এবং কী শাহনাজ পারভীন এর উপর নেমে আছে ৩ লক্ষ টাকা যৌতুকের চাপ। ওই গৃহবধূর পরিবার গরিব হওয়ায় টাকা না দিতে পারলে শাহনাজ পারভীন কে মেরে ফেলার চেষ্টা চালান তার স্বামী রেজাউল করিম সহ তার পরিবারের লোকজন।
গৃহবধু গত ০২/১০/২০২৩তারিখ হতে ০৩/১০/২০২৩ তারিখ পর্যন্ত ঠাকুরগাও ২৫০শয্য হাসপাতালে ভর্তি থাকেন। পরবর্তীতে কিছুটা সুস্থ হলে শাহনাজ পারভীন ঠাকুরগাঁও জেলা আদালতে এসে স্বামীসহ ৩ জনের নামে মামলা করেন।
এ বিষয়ে গত০২/০১০/২০২৩ তারিখে সদর থানায় অভিযোগ করিলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন।
সে পেক্ষিত ৪/১০/২০২৩ ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও আাদালতে এ মামলা দায়ের করেন।
বর্তমানে গৃহবধূ তার বাবার বাসায় কষ্টে জীবন যাপন করছেন বিচারের দাবিতে দিন পার করছেন শাহনাজ পারভীন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১