প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৩, ২:৩২ পূর্বাহ্ণ
দাকোপে স্বাস্থ্য কমপ্লেক্সের সেলিং ফ্যান চুরি হওয়ার অভিযোগ
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান :
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মালা মাল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। স্হানীয় বাসিন্দা সুত্রে জানাযায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আসন্ন ১১ জুলাই ড্রপিংয়ের শেষ দিন।
এ টেন্ডারের তালিকায় অংশ হিসেবে উল্লেখিত সেলিং ফ্যান থেকে ৩ টি সেলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা ঘটে। প্রতক্ষ্য দশী সুত্রে জানাযায় চালনা পৌরসভার স্হানীয় ভাঙ্গাড়ীর দোকানে এ সেলিংফ্যান বিক্রি করতে যায়, চালনা পৌরসভার ৬নং ওয়াডের আচাভুয়া মাছ বাজারের পাশে বসবাস কারী রবি মল্লিক এর ছেলে ইয়াসূীন মল্লিক( ২৩) ।
এসময় স্হানীয় বাসিন্দারা ৩ টি সেলিং ফ্যান বিক্রি করার কারণ জানতে চাইলে বেরিয়ে আসে আসল ঘটনা। এ ঘটনাটি জানাজানি হয় ৫ ই জুলাই বুধবার সন্ধ্যায়। স্হানীয়দের সহযোগীতায় চুরি হওয়া ৩ টি সেলিং ফ্যান উদ্ধার করে ইয়াসীনের কাছ থেকে হাসপাতাল কতৃপক্ষ।
এ ব্যাপারে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন ঘটনা সত্য। আমি ৩ টি সেলিং ফ্যান ইয়াসীন মল্লিকের কাছে পেয়েছি। সরকারি জরুরি কাজে বাজুয়া স্বাস্থ্য কেন্দ্রে আছি। অফিসে গিয়ে চুরি হওয়ার ঘটনা নিয়ে আইন গত ব্যবস্হা গ্রহণ করবো।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১