ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়। রবিবার (১২ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের দেশ রূপান্তর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী। এসময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, 'দেশ রূপান্তর অল্প দিনেই পাঠকের আস্থা অর্জন করেছে বলে আমি মনে করি। তাদের নিউজ সিলেকশন গুলো অনেক সময়োপযোগী। আগামী দিনে পত্রিকাটি আরও ভালো করবে। পত্রিকার সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।'
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১