প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ
প্রতারক জিনের বাদশা গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাদ্দাম আলী (২৯) নামের এক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১১ মে) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবী কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল প্রযুক্তির ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন। একপর্যায়ে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি স্বর্ণের বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড জব্দ করা হয়।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, সাদ্দাম আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১