রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনের একদিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিনিয়র সংবাদিক শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত।
বিকেলে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: ওবায়দুল ইসলামের পরিচালনায় মেলা অংশ নেয়া খামারীদের মধ্যে নগদ ও সনদ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ,প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। প্রসঙ্গত, মেলায় ৩২টি স্টল বসে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১