জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৯ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে ক্ষুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাহিদ হোসেন (১৮)-নামের এক বখাটের বিরুদ্ধে।
অভিযুক্ত জাহিদ হোসেন গফরগাঁও উপজেলার উথুরা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদেরকে বলেন-দীর্ঘদিন ধরে ভিক্টিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত জাহিদ। এতে ভিক্টিম রাজী না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বখাটে নিয়ে কলেজ গেটে অবস্থান নেন জাহিদ। এমন সময় ভিক্টিম কলেজ গেটে আসলে পথরোধ করে পূণরায় প্রেমের প্রস্তাব দেয় জাহিদ।
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে ভিক্টিমের মুখের বেশ কয়েকটি স্থান কেটে দেয় অভিযুক্ত জাহিদ ও তার সাঙ্গপাঙ্গরা। ভিক্টিমের চিৎকারে বখাটেরা পালিয়ে যায়। পরে ভিক্টিমকে উদ্ধার করে তার সহকর্মীরা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিক্টিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১