বটিয়াঘাটা প্রতিনিধি-ঃ আর্য প্রতিনিধিদের আয়োজনে পবিত্র বেদ-এর আলোকে উপনয়ন সংস্কার,অগ্নিহোত্র যজ্ঞানুষ্টান ও আলোচনা সভা গতকাল রবিবার সাড়ে ৩ টায় স্থানীয় গুপ্তমারী দুর্গা ও শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় ।
বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাট গুরুকুল বেদ মনিষী আচার্য্য ব.ব্রক্ষদত্ত জী ।
বিশেষ অতিথি ছিলেন ভারতের তেলেঙ্গানা যোগ প্রশিক্ষক ও প্রধান, আর্য সমাজ,ইসগাও আচার্য্য মেঝো ঠাকুর রায়, ভারতের তেলেঙ্গানা উপ -প্রধান আর্য সমাজ,ইসগাও বিমল মন্ডল, ভারতের তেলেঙ্গানা মহামন্ত্রী আর্য সমাজ, ইসগাও রঞ্জিত কুমার মন্ডল, ভারতের কোলকাতা প্রচারক, বঙ্গীয় আর্য প্রতিনিধি কৃষ্ণ আর্য,ভারত তেলেঙ্গানা পুরোহিত ও কোষাধ্যক্ষ, আর্য সমাজ, ইসগাও ঠাকুর পাল, ভারতের মালদহ আর্য সমাজের কবি ও লেখক অনুকূল ঠাকুর ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কোষ্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক সরোজ মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, দাকোপ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহিত রায়, বিশিষ্ট সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগীর, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আওয়ামীলীগ নেতা নারায়ন চন্দ্র রায়, প্রসেনজিৎ দত্ত, অনুতম মিস্ত্রী, গৌতম রায়, আশীষ কুমার রায়, খোকন মল্লিক প্রমূখ । আলোচনা সভার পূর্বে বেলা ১১টায় উপনয়ন সংস্কার ও অগ্নিহোত্র যজ্ঞা অনুষ্ঠিত হয় ।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১